Wednesday, May 11, 2016

জয় বাংলা


এই একটা কথা যথেষ্ট লোম খাড়া করার জন্য। কিন্তু সেই আগের মতো ফিলিংস পাই না, না বলায় না শোনায়। কেমন পর পর মনে হয়।। নিজ দেশে পরবাসী।।

রাজাকারের বিচার হচ্ছে ভালো কথা কিন্তু সেই সাথে দেশে যে পরিমাণ খুন হচ্ছে তাঁর বিচার হওয়াও দরকার। ব্লগার, সাংবাদিক, শিক্ষক, সামাজিক কর্মী নিয়মিত খুন হচ্ছে তাঁর বিচার হওয়া গুরুত্বপূর্ন। রাজাকারের খুনের বিচার হওয়া মানে সব খুনের বিচার হওয়া, এক নয়। দেশ অরাজকতার দিকে ঠেলে দিয়ে কখনো ভালো কিছু সম্ভব নয়।। দেশে বিচারের শাসন প্রতিষ্ঠা করা অবশ্যই দরকার, সাথে মৌলবাদী শক্তিগুলো আয়ত্ত্বের ভিতর আনতে হবে।

না কোন আনন্দ নেই মনে, আছে শঙ্কা। কখন কে মারা যায়, কাছের কোন লোকের মৃত্যুর খবর পাই।
রাজাকারের মৃত্যুতে আগে যখন মিষ্টি খেতাম, এখন সেখানে বড় চিন্তায় থাকি। চিন্তায় থাকি পাশের কোন বাড়িতে মালায়ন বলে হামলা চালায়, কোন মন্দিরে মূর্তি ভাঙে।


বড় হতাশা চারিপাশে, হায় বাংলাদেশ, হায় বঙ্গবন্ধু 

 copyright: www.riddhoraju.com