আমি ছেলেটা খুব একটা ভাল না...আমার পরিবারের সবাই বলে আমি খুব রুড! আমার আচরণে পরিবর্তন আনা উচিত ..আমার কিছু বন্ধুও বলে অবশ্য ...তবুও আমি নিজেকে পরিবর্তন করতে পারি নি, পারবও না। আমি পুরোপুরি অলস প্রকৃতির একজন। আমাকে দিয়ে কোন কাজ ঠিক ভাবে হয় না। .আমার মধ্যে স্থিরতা বলতে ব্যাপারটি নেই। জীবনে কোন সিদ্ধান্তে শেষ পর্যন্ত স্থির থাকতে পারি নি।আমার ধৈর্য্য ধারণ ক্ষমতা খুবই কম। কোন খারাপ কিছু সহ্য করতে পারি না। .সোজাসাপ্টা কথা বলার ব্যাপারে আমার দুর্নাম আছে, আর আমি যা ঠিক বলে বিশ্বাস করি,তা থেকে আমাকে এক চুলও নড়ানো সম্ভব নয়। এর জন্য অনেক কিছু হারিয়েছি।.কোনোকিছু নিয়েই আমি স্যাটিসফাইড না। এমনকি জীবন নিয়েও। প্রতিটা জিনিসই অপূর্ণ মনে হয়। আর ক্যানো জানি প্রথমেই কাউকে আপন করে নিতে পারি না। তবে সে যদি যেচে এসে খাতির করে তবে অনেক ভালো একটা সম্পর্ক করতে পারি। অধিকাংশ মানুষের সাথে আগলা ভাব দেখিয়ে চলি। কাউকেই একান্ত বাধ্য না হলে সময় দেই না।ইদানিং খুব খিটখিটা হইয়া গেছি। লুতুপুতুগিরি পছন্দ করি না।